ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত আরব লিগের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, নভেম্বর ১২, ২০১১
সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত আরব লিগের

কায়রো: সিরিয়াকে সংগঠনের সব বৈঠক থেকে সাময়িকভাবে বিরত রাখা এবং দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে আরব লিগ।

সিরিয়া পরিস্থিতি নিয়ে শনিবার মিশরে অনুষ্ঠিত আরব লিগের সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি বৈঠকে ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



সংগঠনটি তার সব সদস্যকে সিরিয়া থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহর এবং বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বন্ধ করত দামেস্কের ওপর চাপ দেওয়ার অনুরোধ করেছে।

অব্যাহত আহ্বান সত্ত্বেও সিরিয়া সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর সরকারের দমনমূলক আচরণ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় আরব লিগ দেশটির বিরুদ্ধে এই রাজনৈতিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হলো।

এছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু করার আরব লিগের প্রস্তাবকেও অগ্রাহ্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

জাতিসংঘের হিসাব অনুযায়ী,  সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এ যাবৎ প্রায় সাড়ে ৩ হাজার জন মানুষের প্রাণহানি ঘটেছে।

আটক সব বিক্ষোভকারীকে মুক্তিদান, রাজপথ থেকে নিরাপত্তা বাহিনী প্রত্যাহার এবং বিরোধীদের সঙ্গে আলোচনা শুরু করা ইত্যাদি শর্ত বাশার আল আসাদের সরকারকে দেওয়া আরব লীগের প্রস্তাবের অন্তর্গত ছিল।

কিন্তু সহিংসতা এখনও থামেনি।

উল্লেখ্য, এ বছরের মার্চ থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় যা এখনও অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।