রোম: ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি শনিবার পদত্যাগ করেছেন। তার পদত্যাগের সংবাদে লোকজন রোমের রাস্তায় নেমে ‘ক্লাউন ক্লাউন’ বলে হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করছে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যেম এ খবর প্রকাশ করা হয়েছে।
ইতালির পার্লামেন্টের উভয়কক্ষে ব্যয় সঙ্কোচনের বিল পাস হওয়ায় প্রধানমন্ত্রী বার্লুসকোনি পদত্যাগ করতে বাধ্য হলেন। কারণ এর আগে বিল পাস হওয়ার শর্তে তিনি পদত্যাগের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
গত শুক্রবার দেশটির পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে ১৫৬-১২ ভোটে আলোচিত অর্থনৈতিক সংস্কার বিলটি পাস হয়। নিম্ন কক্ষেও বিলটি পাস হয় শনিবার। এর পরই তিনি পদত্যাগ করেন।
ইতালিতে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। অর্থনীতিবিদ মারিও মনতি এ সরকারের প্রধান হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
চরম ঋণসংকট থেকে রক্ষা পেতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের আহ্বানে ইতালির পার্লামেন্টে বাজেট পুনর্গঠনসহ অর্থনৈতিক সংস্কার বিলটি উত্থাপন করা হয়।
গত মঙ্গলবার তিনি পার্লামেন্টে বাজেট-সংক্রান্ত এক ভোটে জয়ী হলেও সংখ্যাগরিষ্ঠতা হারান।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১১