ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আসাদ সমর্থকদের হাতে বিদেশি দূতাবাস ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, নভেম্বর ১৩, ২০১১
আসাদ সমর্থকদের হাতে বিদেশি দূতাবাস ভাঙচুর

দামেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সমর্থকরা রাজধানী দামেস্কে সৌদি আরব এবং কাতারের দূতাবাসে ভাঙচুর চালিয়েছে। আরব লীগ সিরিয়ার রক্তক্ষয়ী পরিস্থিতির বিরুদ্ধে অবস্থান নিয়ে ভোট দিলে তারা এ ভাঙচুর চালায়।



আসাদের কয়েকশ সমর্থক চিৎকার ও স্লোগান দিতে দিতে দূতাবাসে ঢোকার চেষ্টা করে। এসময় তারা ঢুকতে না পেরে পাথর নিক্ষেপ এবং ভাঙচুর করেন।

সৌদি আরবের রাষ্ট্রায়াত্ব বার্তা সংস্থা এসপিএ জানায়, দামেস্কে অবস্থিত সৌদি দূতাবাসের জানালা-দরজা ভেঙ্গে ফেলা হয়েছে। এছাড়াও ভবনের ব্যাপক ক্ষয়ক্সতি হয়েছে এই হামলায়।

আসাদ সমর্থকরা কাতার দূতাবাসের মূল ফটক ভেঙ্গে ফেলে। একই সঙ্গে তারা কাতারের পতাকা নামিয়ে সিরিয়ার পতাকা উত্তোলন করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

আরব লীগ শনিবার সিরিয়াকে সতর্ক করে জানায়, নভেম্বরের ১৬ তারিখ সিরিয়াকে আরব লীগ হতে বের করে দেওয়া হবে। যদি না সিরিয়া এখনই দেশটির প্রতিবাদকারীদের ওপর সকল প্রকার নির্যাতন বন্ধ না করে।
 
২২ জাতির এই সংস্থা জানায়, দামেস্ক যদি সহিংসতা বন্ধ না করে তাহলে তাদের ওপর অর্থনৈতিক এবং রাজনৈতিক অবরোধ কার্যকর করা হবে। নভেম্বরের দুই তারিখ পর্যন্ত সিরিয়াতে অন্তত ২৫০ জন বেসামরিক মানুষ মারা গেছে সরকারি বাহিনীর হাতে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।