ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ার জাবিয়া শহরে সংঘর্ষ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, নভেম্বর ১৩, ২০১১
লিবিয়ার জাবিয়া শহরে সংঘর্ষ, নিহত ২

বেনগাজি: লিবিয়ার উপকূলীয় শহর জাবিয়ায় ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংঘর্ষের দ্বিতীয় দিন রোববার কমপক্ষে ২ জন মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।



গত শনিবার শহরের একটি সামরিক চৌকিতে প্রথম সংঘর্ষ শুরু হয় বলে খবর পাওয়া গেছে। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে ঘটনার বিবরণ ছিল সাংঘর্ষিক।

লিবিয়ার অন্তবর্র্তী সরকারের একজন স্থানীয় কমান্ডার জানিয়েছেন, গাদ্দাফির অনুগত সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে এ কথা জানানোর সময় আশাপাশে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে। এ সময় তারা একটি তল্লাশি চৌকিতে গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছিলেন। তবে তার দাবি যাচাই করা সম্ভব হয়নি।

আলি আল দিব নামে ওই কমান্ডার বলেছেন, ‘এই অঞ্চলে আমাদের ভাইদের সঙ্গে কোনও দ্বন্দ্ব নেই। আমরা গাদ্দাফি সমর্থকদের সঙ্গে যুদ্ধ করছি। ’

তিনি বলেন, ‘এরা এখনও আছে। আমরা তাদের খুঁজে খুঁজে ধরছি। এই দেশ থেকে তাদের নিশ্চিহ্ন করে ছাড়ব। ’

লিবিয়ার অন্তর্বর্তী সরকারের সদস্য মোহামেদ সায়েহ সংঘর্ষের কথা স্বীকার করেছেন। তিনি জানান, জাবিয়াতে ইমায়া সামরিক ঘাঁটির দখল নিতে একদল লোক আক্রমণ করেছিল।

এদিকে, সদ্য মনোনীত প্রধানমন্ত্রী আবদুর রহিম আল কেইব খুব শিগগির সাধারণ মানুষকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি নিয়মতি সামরিক বাহিনী গঠনের কথা বলেছেন তবে কবে গঠন করা হবে তা সুনির্দিষ্ট করে বলেননি। এছাড়া, সরকার গঠনের ব্যাপারেও কোনও সময় উল্লেখ করা হয়নি।

ইতালির কোম্পানি এনি জাবিয়ার সবচে বড় তেলক্ষেত্রে আবার উৎপাদন শুরু করার পর এই সংঘর্ষের খবর পাওয়া গেলো।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।