নয়াদিল্লি: নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের দেহ তল্লাশির ঘটনায় দু:খ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
ওই ঘটনায় দু:খ প্রকাশ করে যুক্তরাষ্ট্র কয়েক দিন আগে আবদুল কালাম এবং ভারত সরকারকে চিঠি দিয়েছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।
গত সেপ্টেম্বরে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র যান ড. কালাম। ২৯ সেপ্টেম্বর দেশে ফেরার সময় নিউইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে তার দেহ তল্লাশি করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এ ঘটনায় তীব্র নিন্দা জানায় ভারত। পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণ ওয়াশিংটনের নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নিরুপমা রাওকে এই বিষয়টি মার্কিন কর্তৃপক্ষের শীর্ষ পর্যায়কে অবহিত করার নির্দেশ দেন।
কৃষ্ণা বলেন, ‘এটা অগ্রহণযোগ্য এবং বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নিতে হবে। ’ ভারত এর জবাব দেবে বলেও হুশিঁয়ারি দেন তিনি।
জানা যায়, জনএফ কেনেডি বিমান বন্দরে ভারতগামী বিমানে আসন নেওয়ার পর বন্দর কর্তৃপক্ষ পুনরায় বিমানে উঠে বলে, তারা সাবেক প্রেসিডেন্টকে আবার তল্লাশি করতে চায়। এয়ার ইন্ডিয়া এর তীব্র প্রতিবাদ জানায়।
কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড় থাকে। তারা ড. কালামসহ বিমানের সব যাত্রীকে নামিয়ে দ্বিতীয়বার তল্লাশি করে। তবে এ ব্যাপারে কালাম নিজে প্রতিবাদ করেননি বলে জানা যায়।
একটি সূত্র জানিয়েছে, তল্লাশির সময় ড. কালামের জুতা ও জ্যাকেট খোলার নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে এই কারণে এয়ার ইন্ডিয়া বন্দর কর্তৃপক্ষের ওপর বেশি ক্ষেপেছে।
ঘটনার বিস্তারিত বিবরণ তৈরি করেন এয়ার ইন্ডিয়ার পরিচালক এস মাথুর। পরে এটি বেসামরিক বিমান মন্ত্রণালয়ে পাঠানো হয়। তারা আবার গত অক্টোবরে এই বিবরণী পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়।
তবে এই ঘটনার পর কর্তৃপক্ষের মধ্যে বোঝাপড়া হয়েছে। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে লক্ষ্যে ভারত-মার্কিন মিলে দুই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটি তালিকা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরের ঘটনা নিয়ে দ্বিতীয়বারের মতো আমেরিকান বিমান কর্তৃপক্ষের হাতে হেনস্তা হতে হয়েছে ড. কালামকে। ২০০৯ সালের ২১ এপ্রিল দিল্লি বিমানবন্দরে মার্কিন কোম্পানি কন্টিনেন্টাল এয়ারলাইন্স একইভাবে তার দেহ তল্লাশি করেছিল।
এই ঘটনায় ভারতজুড়ে সমালোচনার ঝড় ওঠে। তবে পরে ওই বিমান কোম্পানি এবং মার্কিন কর্তৃপক্ষ দু:খ প্রকাশ করেছে।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১১