টোকিও: পরিবেশ বান্ধব মোটর সাইকেল তৈরি করেছে জাপানের একটি টয়লেট প্রস্তুতকারী কোম্পানি। মোটর সাইকেলটিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়েছে পয়:বর্জ্য থেকে উৎপাদিত বায়োগ্যাস।
এই মোটর সাইকেলের আসনের উপর একটি প্রতিকী টয়লেট এবং পেছনে এক রোল টিস্যুপেপার বসানো হয়েছে। গাড়িটি ইতোমধ্যে পরীক্ষামূলক যাত্রায় ৩ সপ্তাহ ধরে জাপানজুড়ে ৬০০ মাইল পথ অতিক্রম করেছে।
পরিবেশ বান্ধব এই ত্রি-চক্র যানটি তৈরি করেছে জাপানের টয়লেট প্রস্তুতকারক কোম্পানি টোটো।
তবে এই গাড়িটি বিক্রয় বা বাণিজ্যিকভাবে উৎপাদনের উদ্দেশ্যে তৈরি করেনি টোটো। এই উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানির প্রচারণাকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে বলে তাদের আশা।
টোটোর মুখপাত্র কেনজি ফুজিতা জানান, গৃহস্থালী ও গবাদিপশুর পয়:বর্জ্য থেকে উৎপন্ন গ্যাসে এই গাড়ি চলবে।
এই মটর সাইকেল ঘণ্টায় ৪৫ মাইল গতিতে চলতে পারে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১১