ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইতালিতে মারিও মোন্তি বারলুসকোনির স্থলাভিষিক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৫, নভেম্বর ১৪, ২০১১
ইতালিতে মারিও মোন্তি বারলুসকোনির স্থলাভিষিক্ত

রোম: মারিও মোন্তি ইতালির পদত্যাগী প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি এর আগে তিনি ইউরোপিয়ান কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন।

তিনি একজন অর্থনীতিবিদও।

তিনি এমন এক সময় ইতালির দায়িত্ব নিলেন, যখন ইতালি এক আর্থিক সমস্যার মধ্য দিয়ে সময় অতিক্রম করছে।

ইতালির প্রেসিডেন্ট জর্জিও নেপোলিটানো রোববার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সদস্যদের সঙ্গে কথা বলার পর মারিও মোন্তিকে ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন।

এখন মারিওকে অন্তর্বর্তীকালীন পার্লামেন্ট ও টেকনোক্রাট সরকার গঠন করতে হবে এবং তারপর তা সংসদে পেশ করে পাস করিয়ে আনতে হবে। তাকে আস্থা ভোটে বিজয়ী হয়ে পরবর্তী নির্ধারণী ঠিক করতে হবে।

এর আগে রোববার ইতালির বিদায়ী প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে তার পদত্যাগপত্র দাখিল করলে সারা রোম জুড়ে আনন্দের জোয়ার বয়ে যায়। সাধারণ মানুষ রাস্তায় এসে উল্লাস এবং বারলুসকোনির প্রতি উষ্মা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।