রোম: মারিও মোন্তি ইতালির নতুন সরকার গঠনের জন্য কাজ শুরু করে দিয়েছেন। ইতালির ঋণ সংকট কাটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে না পারায় ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি পদত্যাগ করায় তিনি সরকার গঠন করতে যাচ্ছেন।
ইতালির প্রেসিডেন্ট গত রোববার সাবেক এই ইউরোপিয় ইউনিয়নের কমিশনারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়ে মারিও মন্তি বলেন, তিনি ইটালিয়ান শিশুদের জন্য একটি মর্যাদা পূর্ণ এবং আশাবাদী ভবিষ্যৎ গড়তে চান।
এদিকে ইটালির নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পর সোমবার ভোর থেকে ইউরোপিয় বাজারের বিভিন্ন অর্থনৈতিক সূচক ধীরে ধীরে চাঙ্গা হতে শুরু করে। এমনকি এশিয়ার বাজারে ইউরোর অবস্থান ডলার এবং অন্যান্য এশিয় মুদ্রার বিপরীতে শক্তিশালী হতে শুরু করেছে।
প্রধানমন্ত্রীর নিয়োগের আরেকটি ফলা পাওয়া যাবে যখন ইটালির সরকারি বন্ড গুলো বিক্রয়ের জন্য নিলামে তোলা হবে।
এই বন্ডের সুদের হার নির্ধারণের মাধ্যমেই জানা যাবে, নতুন প্রধানমন্ত্রী ইটালিকে ঋণ সংকটের হাত থেকে রক্ষা করতে পারবে কি-না।
উল্লেখ্য, গত সপ্তাহে ইটালিয়ান বন্ডের সুদের হার ৭ শতাংশে উন্নীত হওয়ার প্রেক্ষিতেই সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনিকে পদত্যাগ করতে হয়।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১১