ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আরব লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত মানে না সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, নভেম্বর ১৪, ২০১১
আরব লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত মানে না সিরিয়া

দামেস্ক: বিক্ষোভকারীদের ওপর দমন চালানোর ঘটনায় আরব লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত মানে না সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম সোমবার এ কথা জানান।



তিনি আরব লীগের এ সিদ্ধান্তকে ‘ভয়ঙ্কর পদক্ষেপ’ এবং একটি অনৈতিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উস্কানীতে আরব লীগ এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, আরব লীগের এ সিদ্ধান্তে সিরিয়া নমনীয়তা প্রদর্শন করবে না।

তিনি আরও বলেন, সিরিয়ার বিরুদ্ধে করা ষড়যন্ত্র ব্যর্থ হবে।

সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর নির্যাতন চালানোর অভিযোগে আরব লীগ গত শনিবার অনুষ্ঠিত এক ভোটাভুটির পর সিরিয়ার সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত নেয়।

এছাড়া ওই বৈঠক থেকে সিরিয়ার পরিস্থিতির ওপর  আরও আলোচনা করার জন্য আরবলীগ বুধবার আবারও আলোচনায় বসার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সোমবার টেলিভিশনে সম্প্রচারিত একটি সংবাদ সম্মেলনে ওয়ালিদ আল মোয়াল্লেম বলেন, উদ্ভুত পরিস্থিতিতে সিরিয়া তার অনমনীয় অবস্থান বজায় রাখার জন্য যে কোনও মূল্য প্রদান করবে।

তিনি আরও বলেন ‘সিরিয়া দুর্বল হবে না এবং আরও শক্তিশালী হিসেবে আবির্ভূত হবে। সিরিয়ার বিরুদ্ধে করা ষড়যন্ত্র ব্যর্থ হবে। ’
 
এছাড়াও তিনি রাজধানী দামেস্কে অবস্থিত বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসে বাশার আল আসাদের সমর্থকদের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, বিদেশী রাষ্ট্রের দূতাবাসগুলো রক্ষা করা তাদের দায়িত্ব। এরকম ঘটনা আর সংঘটিত হবে না বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

তিনি সিরিয়ায় যে কোনও পশ্চিমা সামরিক অভিযানের হুঁমকিকে উড়িয়ে দিয়ে দিয়ে বলেন, লিবিয়া আর সিরিয়ার পরিস্থিতি এক নয় এবং লিবিয়ার  ঘটনার পুনরাবৃত্তি সিরিয়ায় ঘটার কোনও সম্ভাবনা নেই।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।