অসলো: নরওয়েতে ৭৭ জন মানুষকে হত্যার দায় স্বীকারকারী অ্যান্ডরস বেহরিং ব্রেইভিককের শুনানি সোমবার প্রথমবারের মতো অসলোর একটি আদালতে জনসম্মুখে অনুষ্ঠিত হয়েছে।
আদালতে হাজির করার সময় ব্রেইভিকের পরনে ছিল কালো স্যুট।
৩২ বছর বয়সী এই চরম ডানপন্থী গত ২২ জুলাই নরওয়ের রাজধানী ওসলোতে এবং উটোয়া দ্বীপের একটি যুব সম্মেলনে হামলা চালিয়ে হত্যাকা- ঘটায়। তার ওই হামলায সেখানের কমপক্ষে ৭৭ জন নিহত হয়। তারপর থেকে সে দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাকে কারাগারে আটক রাখে।
অবশ্য এর আগে তার আটকাদেশের ওপর শুনানি লোকচক্ষুর অন্তরালে অনুষ্ঠিত হয়েছিল।
নরওয়ের সুপ্রীম কোর্ট শুক্রবার অভিযুক্তের শুনানি জনসম্মুখে করার ব্যাপারে একটি আদেশ জারি করার প্রেক্ষিতে সোমবার এই শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানির সময় আদালতের বাইরে হামলায় আক্রান্তদের মধ্যে বেঁচে যাওয়া ব্যক্তিরা এবং নিহতদের আতœীয় স্বজনেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১১