ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মহাকাশে আবারও মনুষ্যবাহী নভোযান পাঠালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, নভেম্বর ১৪, ২০১১
মহাকাশে আবারও মনুষ্যবাহী নভোযান পাঠালো রাশিয়া

মস্কো: মহাকাশে আবারও মানুষ পাঠিয়েছে রাশিয়া। সোমবার রাশিয়ান সয়ুজ নভোযানকে কাজাখস্তান থেকে সাফল্যজনক ভাবে উৎক্ষেপণ করা হয়েছে।

দুইজন রাশিয়ান এবং একজন আমেরিকান মহাকাশচারীকে নিয়ে এই নভোযানটি মহাকাশের পথে যাত্রা শুরু করে।

রাশিয়ার দুইজন  নভোচারী আন্তোন শাকাপলেরোভ, আনাতোলি ইভানিশিন এবং আমেরিকান নভোচারী  ড্যান বারব্যাংক মহাকাশে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আগে থেকেই অবস্থানকারী অপর তিন জন মহাকাশচারীর সঙ্গে বুধবার সকালে যোগ দিবেন।
 
গত আগস্টে অনুরূপ এক মহাকাশ যাত্রায় যাত্রীহীন মালবাহী একটি সয়ুজ নভোযান উৎক্ষেপণের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনার পর থেকে রাশিয়া থেকে সকল মানুষবাহী নভোযানের মহাকাশ যাত্রা তিন মাসের জন্য স্থগিত ছিল।

দুর্ঘটনার ঘটার পর এটাই কোনও সয়ুজ নভোযানের প্রথম মানুষবাহী মহাকাশযাত্রা।

নভোচারীদের নিয়ে সয়ুজ টিএমএ-২২ নভো ক্যাপসুলটি  বর্তমানে মহাকাশে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে।

ক্যাপসুলটিকে একটি সয়ুজ এফজি রকেট বহন করে নিয়ে যাচ্ছে।

নভোযানটি  বহনকারী রকেটকে কাজাখস্তানে অবস্থিত বাইকনুর উৎক্ষেপণকেন্দ্র থেকে ০৪: ১৪মিনিটে (জি এম টি সময়) উৎক্ষেপণ করা হয়।

উৎক্ষেপণের পর পৃথিবীর কক্ষপথে সাফল্যজনকভাবে স্থাপিত হওয়ার পর সব কিছু ঠিকঠাক চলছে এবং তারা ভাল অনুভব করছেন বলে নভোচারীরা প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।