আম্মান: জর্ডানের রাজা আব্দুল্লাহ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সরাসরি পদত্যাগের আহ্বান জানিয়েছেন। আরব দেশগুলোর মধ্যে আব্দুল্লাহ প্রথম তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
বিবিসি ওয়াল্ড টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে আব্দুল্লাহ বলেন, ‘আমি যদি তার জায়গায় থাকতাম, তবে এতোদিন আমি পদত্যাগ করতাম। ’
সাক্ষাতকালে আব্দুল্লাহ সিরিয়ায় একটি ক্রান্তিকালীন সরকার গঠন এবং তার উত্তরসূরীরা যাতে দেশে পরিবর্তন নিশ্চিত করতে পারে সে জন্য প্রেসিডেন্ট আসাদকে বিরোধী দলের সঙ্গে সংলাপের আহ্বান জানান।
সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের চালানো দমন পীড়নের প্রেক্ষিতে আরব নেতারা অব্যাহতভাবে তার সমালোচনা করে আসছেন।
সিরিয়া সরকারের দমন পীড়ন বেড়ে যাওয়ার প্রতিবাদ সরূপ ইতিমধ্যেই কাতার এবং সৌদিআরবের রাস্ট্রদূত সিরিয়া ত্যাগ করেছে। এছাড়া আরব লীগ শনিবার এক ভোটাভুটির পর সিরিয়ার সদস্যপদকে স্থগিত করেছে।
বিবিসিকে দেওয়া সাক্ষাতকারে জর্দানের বাদশাহ আবদুল্লাহ অন্য আরব নেতাদের থেকে কঠোর ভাষায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমালোচনা করেন।
তিনি বলেন ‘বাশার যদি নিজের দেশকে ভালবাসে, তবে সে পদত্যাগ করবে ’।
তিনি আরও বলেন, আসাদ নিজেই তার পদ তেকে সরে দাঁড়ানোর একটি উপার বের করতে পরে। সে দায়িত্ব থেকে সরে গিয়ে সিরিয়ান রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি করতে পারে।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১১