ইয়াংগুন: মিয়ানমারের মাইতকাইনার শহরের একটি বাড়িতে এক ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৩ জনেরও বেশি।
দেশটির উত্তরাঞ্চলীয় কচিন প্রদেশে সংঘটিত ওই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত রোববার রাতে একটি বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ওই বাড়িটি একটি এতিমখানা হিসেবে ব্যবহার করা হতো। আর নিহতদের বেশিরভাগই শিশু।
বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা একে বোমার বিস্ফোরণ বলে ধারণা করছে।
উল্লেখ্য, সম্প্রতি মিয়ানমারে একাধিক বোমা হামলার ঘটনা ঘটেছে। সরকার এর জন্য বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করছে।
বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১