ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিয়ানমারের পুনর্গঠনে সু চির ইতিবাচক কিন্তু সতর্ক অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, নভেম্বর ১৫, ২০১১
মিয়ানমারের পুনর্গঠনে সু চির ইতিবাচক কিন্তু সতর্ক অবস্থান

নাইপিদো: মিয়ানমারের পুনর্গঠনকে ইতিবাচক হিসেবেই দেখছেন গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। তবে এই পুনর্গঠন নিয়ে একই সঙ্গে সতর্ক অবস্থানেও রয়েছেন তিনি।



গৃহবন্দীত্ব থেকে মুক্তির এক বছর পুর্তি উপলক্ষে আয়োজিত এক বক্তব্যে সু চি মিয়ানমারকে গণতান্ত্রিক পথে অনেকদুর এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।

তবে একই সঙ্গে সু চি তার সমর্থকদের সতর্ক করে দিয়ে বলেন, ‘গণতান্ত্রিক এই পুনর্গঠনে এখনিই আত্মতুষ্টি লাভ করার সুযোগ নেই। কারণ আমাদের আরও অনেকটা দুর যেতে হবে। ’

রেঙ্গুনে সাংবাদিক পরিবেষ্টিত ওই অনুষ্ঠানে সু চি এই মুহুর্তে রাজনৈতিক কোনো নেতিবাচক কথা বলতে রাজি হননি। তবে তিনি বলেন, ‘আমরা একটা রাস্তা দিয়ে হাটা শুরু করতে যাচ্ছি। এই রাস্তায় হেটে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে চাই বিশ্বাস এবং স্বচ্ছতা। আমরা আপাতত বিশ্বাসের ওপর ভর করেই গণতন্ত্রের পথে এগিয়ে যেতে চাই। ’

বন্দী মুক্তি বিষয়ে সু চি বলেন, ‘বিগত বছর ছিলো আমাদের জন্য ঘটনাবহুল। হ্যা, রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। তবে অন্যান্য বন্দীদের মুক্তির তুলনায় কম। এখনও অনেক রাজবন্দী জেলে অন্তরীন আছেন।

তবে সবকিছুর বাইরে আইনের শাসনের প্রতি তিনি জোর দিয়ে বলেন, মিয়ানমারকে এগিয়ে নিয়ে যেতে চাই আইনের শাসন। আর তা না হলে উন্নয়ন কখনোই স্থায়ী হবে না।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।