ঢাকা : যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ের জনপ্রিয় প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টনের একমাত্র কন্যা চেলসি ক্লিন্টন সাংবাদিকতা পেশায় যোগ দিলেন।
চেলসি ১৪ নভেম্বর থেকে বিশেষ সংবাদদাতা হিসেবে যোগদান করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, এরআগে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কন্যা জেনা বুশ হ্যাগারও এনবিসিতে চাকরি নিয়েছেন ‘সংবাদদাতা’ হিসেবে।
এছাড়া রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী সিনেটর জন ম্যাককেইনের কন্যা মেঘান ম্যাককেইনও এমএসএনবিসি টিভির সংবাদদাতা হিসেবে কাজ শুরু করেছেন।
চেলসি ক্লিন্টনের টিভি সাংবাদিকতা পেশায় যোগদানের সংবাদ আমেরিকার শীর্ষস্থানীয় সব মিডিয়ায় ফলাও করে প্রকাশিত হয়েছে।
সকলেই বিষয়টিকে মিডিয়ার জন্যে অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন। চেলসির মতো সেলিব্রেটিরা মিডিয়ায় আগমনের অর্থ হচ্ছে- এ জগতের গুরুত্বের বিকাশ ঘটা। এমন ধরণের মতামতও ব্যক্ত করা হয় টক শোতে।
চেলসি কাজ করবেন বিশ্ব পরিবর্তনের সিরিজ রিপোর্টিং-এ।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ১৫ নভেম্বর , ২০১১