ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ওয়াজিরিস্তানে ড্রোন হামলায় ছয় জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, নভেম্বর ১৫, ২০১১
ওয়াজিরিস্তানে ড্রোন হামলায় ছয় জঙ্গি নিহত

মিরামশাহ: পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় ছয় জন জঙ্গি নিহত হয়েছেন। মঙ্গলবারের এ হামলায় পাকিস্তানী বাহিনীর অনুপস্থিতিতেই মার্কিন ড্রোন বিমান এ হামলা চালায় বলে জানায় দেশটির নিরাপত্তা বাহিনী।



উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলের মিরামশাহ শহরের মিরামশাহ বাজারে এই হামলা চালানো হয়। উত্তরা ওয়াজিরিস্তানকে তালেবান এবং আল কায়েদার জন্য স্বর্গ বলা হয়।

পাকিস্তান সেনাবাহিনীর নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ‘মার্কিন ড্রোন হামলায় অন্তত ছয় জন জঙ্গি নিহত হয়েছে। মিরামশাহ বাজারের একটি ভবনে আস্তানা গেড়েছিল ওই জঙ্গিরা। ’
 
তিনি আরও বলেন, ‘হামলা পরবর্তীতে ওই ভবন থেকে কালো ধোয়া উড়তে দেখা গেছে। মৃতদের পরিচয় সম্পর্কে এখনও জানা যায়নি। ’

মঙ্গলবার ভোরের দিকে এ হামলা চালানো হয়। পাকিস্তানের সেনাবাহিনী কর্তৃপক্ষের মতে, মৃত জঙ্গিরা সবাই পাঞ্জাবি জঙ্গি।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।