লন্ডন: গেল ২৪ ঘণ্টায় সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ এবং সংঘর্ষে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে।
সিরিয়ায় আট মাস আগে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের ইতিহাসে বিগত দিনটি ছিল সবচেয়ে ‘রক্তক্ষয়ী’।
সিরিয়ার মানবাধিকার পরিস্থিতির ওপর নজরদারি করা যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংগঠন মঙ্গলবার জানায়, কমপক্ষে ২৭ জন বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় ।
এছাড়া সেনাবাহিনীর দলত্যাগী সদস্যদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘটিত অপর এক সংঘর্ষে ৩৪ জন সরকারি সেনা ও ১২ জন সন্দেহভাজন দলত্যাগী সেনা নিহত হয়।
সংগঠনটি তাদের বিবৃতিতে জানায়, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরায় অধিকাংশ হতাহতের ঘটনা সংঘটিত হয়।
বিবৃতিতে বলা হয়, দেরা প্রদেশের খেরবাত ঘাজআল এবং হিরাক শহরের মধ্যবর্তী রাস্তার ধারে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৩ জন বিক্ষোভকারী নিহত হয়।
এছাড়াও সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভকারীদের অন্যতম কেন্দ্রস্থল মধ্যাঞ্চলীয় শহর হোমসে নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন বিক্ষোভকারী নিহত হয় বলে তারা জানায়।
বাংলাদেশ সময়: নভেম্বর ১৫, ২০১১