ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ওয়াল স্ট্রিট থেকে বিক্ষোভকারীদের বিতাড়ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৭, নভেম্বর ১৫, ২০১১
ওয়াল স্ট্রিট থেকে বিক্ষোভকারীদের বিতাড়ন

নিউ ইয়র্ক: নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটের জুক্কোত্তি পার্ক এলাকা থেকে বিক্ষোভকারীদের সড়িয়ে দিয়েছে নিউ ইয়র্ক পুলিশ।

মঙ্গলবার ভোরে নিউ ইয়র্ক পুলিশ এ উচ্ছেদ অভিযান চালায়।



সামাজিক যোগাযোগ ওয়েবসাইট টুইটারে সিটি মেয়র অফিস থেকে বলা হয়, ‘বিক্ষোভকারীদের অনতিবিলম্বে তাদের তাবু গুটিয়ে ফিরে যেগে হবে। ’ কিন্তু এই বক্তব্য দেওয়ার আগেই জুক্কোত্তি পার্কে অভিযান চালায় পুলিশ।

এদিকে সোমবার সকালে অকল্যান্ড, ক্যালিফোর্নিয়া থেকেও বিক্ষোভকারীদের সড়িয়ে দেওয়া হয়।

নিউ ইয়র্ক টাইমস জানায়, ‘স্থানীয় সময় সকাল ছয়টায় পুলিশ বিক্ষোভকারীদের উচ্ছেদ অভিযান শুরু করে। জুক্কোত্তি পার্কে অবস্থানের জন্য শহরের মানুষের স্বাস্থ্য এবং অন্যান্য ঝুঁকি বেড়েছে বলে মাইকে ঘোষণা দেওয়ার পরপরই উচ্ছেদ অভিযান শুরু হয়। ’

বিক্ষোভকারীদের অবিলম্বে তাদের ব্যক্তিগত সম্পত্তি সড়িয়ে নেওয়ার জন্য বলা হয়। আর যদি এই নির্দেশ উপেক্ষা করা হয়, তাহলে নির্দেশ অমান্যকারীদের গ্রেপ্তার করা হবে বলেও জানানো হয়।

উচ্ছেদ চলাকালীন সময় বিক্ষোভকারীরা ‘আমরা ওয়াল স্ট্রিট দখল করেছি, পুরো বিশ্ব তা দেখছে’ বলে স্লোগান দিতে থাকে।

বিক্ষোভ বন্ধে স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে শহর কর্তৃপক্ষ এবং মেয়র বরাবর দুই মাস ধরেই চাপ আসছিলো।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।