সিডনি: অস্ট্রেলিয়া সফরে বেশ উষ্ণ অভ্যর্থনাই আশা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু তার আশাকে আরও একধাপ বাড়িয়ে দিলো অস্ট্রেলিয়ার একটি ফার্ম।
হানাহানি-সহিংসতা নয়, বরং কুমিরের কারণেই বীমা করতে হলো বারাক ওবামাকে।
অস্ট্রেলিয়ার পরম মিত্রদের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। আর ওবামার এই মিত্রতার ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা অস্ট্রেলিয়ায় দুই দিনের সফর রয়েছেন। তিনি হলেন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রেসিডেন্ট যিনি অস্ট্রেলিয়া সফর করলেন।
দুই দিনের এই সফরে ওবামা অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা এবং ডারউইন শহরে সফর করবেন। ডারউইন শহর ‘কুমিরের ডান্ডি’ নামেই সর্বাধিক পরিচিত।
ডারউইন শহরের স্থানীয় বীমা প্রতিষ্ঠান টিআইও নেতৃস্থানীয় পরিদর্শকদের জন্য কুমির বীমার ব্যবস্থা করে থাকে। এই শহরে এস কেউ যদি কুমিরের হাতে আক্রান্ত হন, তাহলে তাকে ক্ষতিপূরণ দেবে এই প্রতিষ্ঠান। আর এই বীমা মোতাবেক ওবামা যদি কুমির আক্রান্ত হন, তাহলে ওই বীমা প্রতিষ্ঠান তাকে ৫০ হাজার ৮৭০ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেবে।
বিগত বিশ বছর ধরেই এই প্রতিষ্ঠানটি এই বীমা সেবা প্রদান করে আসছে।
অস্ট্রেলিয়ার প্রতিবছর অন্ততঃ দুইজন মারা যায় কুমিরের আক্রমনে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১