ইসলামাবাদ: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে উপজাতি অধ্যুষিত এলাকায় পাক সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২৬ জন তালেবান জঙ্গি নিহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাকিস্তানের কয়েকটি দৈনিকে এ খবর প্রকাশ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সেনাবাহিনী সংঘর্ষপ্রবণ উপজাতি এলাকার ওরাকজাই এজেন্সির ডাবোরি অঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযান পরিচালনা করে।
স্থানীয়রা জানায়, পাকিস্তানি সেনাবাহিনী এই এলাকায় জঙ্গিদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ভারি গোলার্বষণ করে।
উল্লেখ্য, পাকিস্তানের সেনাবাহিনী তালেবান নিয়ন্ত্রিত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০৮ সাল থেকে জঙ্গি-বিরোধী অভিযান পরিচালনা করছে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১