ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা অভিযানে ২৬ তালেবান জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, নভেম্বর ১৫, ২০১১
পাকিস্তানে সেনা অভিযানে ২৬ তালেবান জঙ্গি নিহত

ইসলামাবাদ: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে উপজাতি অধ্যুষিত এলাকায় পাক সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২৬ জন তালেবান জঙ্গি নিহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।



মঙ্গলবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাকিস্তানের কয়েকটি দৈনিকে এ খবর প্রকাশ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সেনাবাহিনী সংঘর্ষপ্রবণ উপজাতি এলাকার ওরাকজাই এজেন্সির ডাবোরি অঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযান পরিচালনা করে।

স্থানীয়রা জানায়, পাকিস্তানি সেনাবাহিনী এই এলাকায় জঙ্গিদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ভারি গোলার্বষণ করে।

উল্লেখ্য, পাকিস্তানের সেনাবাহিনী তালেবান নিয়ন্ত্রিত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০৮ সাল থেকে জঙ্গি-বিরোধী অভিযান পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।