বার্মিংহাম: সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ব্রিটেনের পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ইংল্যান্ডের মধ্যাঞ্চলীয় শহর বার্মিংহাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বার্মিংহামের স্পার্কহিল এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে তিনজনের বয়স ১৯ বছর ও অপরজনের বয়স ২৪ বছর বলে পুলিশ গণমাধ্যমকে জানায়।
তাদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর জন্য তহবিল সংগ্রহ এবং সন্ত্রাসী প্রশিক্ষণ নিতে পাকিস্তানে ভ্রমণের পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘আজকের এই অভিযান পূর্ব-পরিকল্পিত ও জননিরাপত্তার ওপর তাৎক্ষণিক কোনো হুমকির প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়নি। ’
ইংল্যান্ড জুড়ে চালানো ব্রিটিশ পুলিশের এই সন্ত্রাসবিরোধী এই তদন্ত অভিযান গত সেপ্টেম্বরে শুরু হয়।
এই অভিযানে এর আগে একটি আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা উদঘাটিত হয়। সেই ঘটনায় সঙ্গে জড়িত আটজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১