দামেস্ক: সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন পীড়নের ঘটনায় প্রতিবেশী দেশ তুরস্ক সে দেশের প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর চাপ সৃষ্টি করছে।
তুরস্কের প্রধানমন্ত্রী রিচেপ তাইপ এরদোগান বলেছেন, ‘শোষকের হাতে’ কোনও দেশের ভবিষ্যৎ গড়ে উঠতে পারে না এবং সিরিয়ায় তুরস্কের মিশনে আক্রমণের ঘটনার নিন্দা জানান।
ইতিমধ্যে তুরস্কের জ্বালানি মন্ত্রী সিরিয়া ও তুরস্কের যৌথ উদ্যোগে তেল অনুসন্ধান পকল্প বন্ধের ঘোষণা দিয়েছেন।
আরবলীগ সিরিয়ার সদস্য পদ স্থগিত করায় দামেস্ক বর্তমানে চাপের সম্মুখীন রয়েছে।
সোমবার প্রথম কোনও আরব নেতা হিসেবে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ সরাসরি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ দাবি করেন।
জাতিসংঘের এক জরিপে বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সাড়ে তিন হাজার বিক্ষোভকারী নিহত হয়েছে।
অন্যদিকে সিরিয়ার সরকার এ ধরনের সহিংসতার জন্য সেদেশের স্বশস্ত্র ও বিমান বাহিনীকে দায়ী করেছে।
বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১১