মস্কো: সিরিয়ার অন্যতম প্রধান বিরোধী দল সে দেশে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনী চেয়েছে বলে রাশিয়ার সংবাদ মাধ্য ইন্টারফ্রাক্স সংবাদ প্রকাশ করেছে।
মঙ্গলবার রাশিয়া সরকারের কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করার সময় সিরিয়ার বিরোধী দল এ কথা ব্যক্ত করে।
অন্যদিকে ইন্টারফ্যাক্স জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার সময় সিরিয়ার ন্যাশনাল কাউন্সিলের চেয়ারম্যান বুরহান ঘালিওন সে দেশের প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগে রাশিয়াকে চাপ সৃষ্টির অনুরোধ জানান।
মস্কোতে ইন্টারফ্রাক্সের অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘালিওন বলেন, তিনি কোনও সামরিক হস্তক্ষেপ চান না, তবে জাতিসংঘের ‘ব্লু হেলমেট’ শান্তি রক্ষা বাহিনীর সহযোগিতা চান তিনি।
বাংলাদেশ সময়: ০১৫৪ ঘন্টা, নভেম্বর ১৬, ২০১১