ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইতালির নতুন সরকারে মন্ত্রী-টেকনোক্র্যাটদের তালিকা চূড়ান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, নভেম্বর ১৬, ২০১১
ইতালির নতুন সরকারে মন্ত্রী-টেকনোক্র্যাটদের তালিকা চূড়ান্ত

রোম: নতুন প্রধানমন্ত্রী মারিও মোন্তির নেতৃত্বে টানা দুই দিনের জাতীয় সংলাপের পর ইতালির নতুন সরকারের মন্ত্রী-টেকনোক্য্যাটদের নামের চূড়ান্ত তালিকা প্রস্তুত হয়েছে। খুব শিগগির তা ঘোষণা করা হবে।



নতুন সরকারের পরিকল্পনা নিয়ে মোন্তি বুধবারই প্রেসিডেন্ট জিয়োরজিও নেপোলিতানোর সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।

ইতালির গণমাধ্যম সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সদস্য এবং সম্ভাব্য টেকনোক্যাটদের নামের তালিকা ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে।

এদিকে, ইতালির অর্থবাজারে স্থিতিশীলতার ব্যাপারে জনগণকে আশ্বস্ত করেছেন মোন্তি। গত মঙ্গলবার তিনি বলেন, এর জন্য ইতালির জনগণকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে।

এদিন বিভিন্ন রাজনৈতিক দল, ইউনিয়ন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মোন্তি সাংবাতিদকদের সঙ্গে কথা বলেন। তবে তার পরিকল্পিত নতুন সরকার সম্পর্কে বিস্তারিক কিছু বলতে চাননি তিনি। তিনি শুধু জানান, বুধবার তার পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন।

ইতালির সরকারি ঋণ এক লাখ ৯০লাখ কোটি ইউরো কমানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা ফিরিয়ে আনাই হবে মোন্তির সরকারের সবচে বড় চ্যালেঞ্জ।

চলমান ঋণ সঙ্কটের মধ্যে গত মঙ্গলবার দেশটির ঋণ ৭ শতাংশ ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।