ঢাকা: প্রয়াত আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে দয়ালু এবং নম্র মানুষ বলে র্বণনা করছেনে আল কায়েদার নতুন প্রধান আয়মান আল জাওয়াহিরি। বিন লাদেনকে খুবই সংবেদনশীল মানুষ বলেও উল্লেখ করেছেন তিনি।
সম্প্রতি নতুন এক ভিডিও বার্তায় এমনটি বলেছনে জাওয়াহিরি। মার্কিন বশিষে কমান্ডো বাহিনী সিলরে অভিযানে গত ২ মে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর তিনি দলের নতুন প্রধান হন।
‘ইমামের সান্নিধ্যের দিনগুলো: পর্ব-১’ শিরোনামে ত্রিশ মিনিটের ওই ভিডিও চিত্রটি একটি জিহাদি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিন লাদেনের মানবিক দিকটি উন্মোচন করার জন্য এবং মানুষকে তার আনুগত্যের বিষয় জানাতেই এই ভিডিও চিত্রটি তৈরি করা হয়েছে বলে উল্লেখ করেছেন জাওয়াহিরি।
তিনি বলেন, ‘মানুষ জানে না যে, শুধু স্বাভাবিক সময় নয় কঠিন মুহূর্তেও বিন লাদেন কতো নম্র, ভদ্র দয়ালু এবং শুদ্ধ অনুভূতির মানুষ ছিলেন। আমরা তার মতো মানুষ কখনও দেখিনি। ’
স্মৃতিচারণমূলক বক্তব্যে জাওয়াহিরি আরও বলেন, ‘আমার পরিবারের সদস্যরা যখন নিহত হয় তখন ওসামা খুবই উত্তেজিত হয়ে পড়েছিলেন। আমার শোকে তিনি নিজেও কেঁদে ফেলেছিলেন। ’
বিন লাদেনের সন্তানদের শিক্ষা দান প্রসঙ্গে তিনি বলেন, ‘ওসামা তার সন্তানদের উন্নত শিক্ষা দেওয়ার ব্যাপারে সবসময়ই সজাগ ছিলেন। সন্তানদের সঠিক শিক্ষা দেওয়ার জন্য তিনি শিক্ষকও নিযুক্ত করেছিলেন। ’
আল কায়েদার বর্তমান প্রধান আইমান আল জাওয়াহিরি ১৯৮০’র দশকের মাঝামাঝি সময়ে ওসামা বিন লাদেনের সঙ্গে পাকিস্তানে মিলিত হন। তারা উভয়ে তৎকালীন সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। বিন লাদেনের সঙ্গে অতিবাহিত সময়কে জাওয়াহিরি নিজের জন্য খুব ‘সম্মানের’ বলে উল্লেখ করেন।
প্রসঙ্গত, ওসামা বিন লাদেন পাকিস্তানের গ্যারিসন শহর অ্যাবোটাবাদে মার্কিন অভিযানে নিহত হওয়ার পর অনেকে দাবি করেন, জাওয়াহিরির বিশ্বাসঘাতকতার কারণেই বিন লাদেন ধরা পড়েন। নেতৃত্বের লোভে তিনি এ কাজ করেছেন বলে দাবি করা হয়।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বও ১৬, ২০১১