দামেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটে হারাসাতে সামরিক গোয়েন্দা ঘাঁটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। দেশটির সরকার বিরোধী একটি গ্রুপ বুধবার এ কথা জানিয়েছে।
বিরোধী গ্রুপ সিরিয়ান রেভল্যুশন জেনারেল কমিশন জানায়, রাতভর আক্রমণে ঘাঁটিতে বিমান বাহিনীর গোয়েন্দা বিভাগের ভবনটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিদ্রোহীরা হামলার সময় রকেট ও মেশিনগান ব্যবহার করেছে বলে জানা গেছে। সিরিয়াতে সরকার বিরোধী বিক্ষোভ শুরুর পর বিদ্রোহীদের দ্বারা সংঘটিত এটিই সবচে শক্তিশালী হামলা।
বিদ্রোহীদের বিরুদ্ধে দমনমূলক আচরণ বন্ধ না করায় সিরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে আরব লিগ আলোচনা শুরুর আগ মুহূর্তে এই হামলার ঘটনা ঘটল।
তবে সিরিয়া সরকার বিদেশি সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার কারণে সঠিক পরিস্থিতি জানা কঠিন।
বিরোধীদের প্রতি প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের নিপীড়নে বিমান বাহিনীর এই গোয়েন্দা ঘাঁটির অনেক ভূমিকা রয়েছে। একারণে এই হামলা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে বুধবার মরক্কোতে অনুষ্ঠেয় বৈঠক থেকে সিরিয়াকে বহিষ্কার করেছে আরব লিগ। এর আগে যুক্তরাষ্ট্রসহ তুরস্ক এবং জর্ডান আসাদকে সতর্ক করে বক্তব্য দিয়েছে।
এর প্রেক্ষিতে, গত মঙ্গলবার সরকার এক হাজারেও বেশি বন্দিকে মুক্তি দিয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১১