ঢাকা : মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেসের ৫৩৫ (৪৩৫+১০০) সদস্যের মধ্যে ৫৭ জন অগাধ ধন-সম্পদের মালিক। অর্থাৎ ওয়ালস্ট্রিট দখলের আন্দোলনকারীদের ভাষায় তারা ১% এর অন্তর্ভুক্ত।
ইউএসএ টুডের এক পরিসংখ্যানে উল্লেখ করেছে, সিনেটর এবং কংগ্রেসম্যানদের ১১% এর সম্পদের পরিমাণ মাথাপিছু ৯ মিলিয়ন ডলারের (৬৮ কোটি টাকা) বেশী।
২০১০ সালের ট্যাক্স রিটার্নের ভিত্তিতে বিত্তশালী সিনেটর ও কংগ্রেসম্যানের সম্পদের পরিমাণ- সিনেটর (ভার্জিনিয়া) মার্ক ওয়ার্নার-১৯ কোটি ২৭ লাখ ৩০ হাজার ডলার।
কংগ্রেসে মিলিয়োনিয়ারের সংখ্যা হচ্ছে ২৪৯ জন। হাউজে রিপাবলিকান পার্টির ২৪ এবং ডেমক্রেটিক পার্টির ১০ জন হলেন ১% এর অন্তর্ভুক্ত। সিনেটের সবচেয়ে ধনীদের ১২% ডেমক্রেট এবং ১১% হলেন রিপাবলিকান।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১১