ব্যাঙ্গালোর: ভারতের ব্যাঙ্গালোরে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের ব্যবহারকারীরা ভয়াবহ আতঙ্কের মধ্যে রয়েছে।
বুধবার পাওয়া খবরে জানা গেছে, ব্যাঙ্গালোরের প্রায় ২ লাখ ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।
সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক বিশেষজ্ঞ এবং সাইবার অপরাধ বিভাগ এই ঘটনা নিশ্চিত করেছে।
খবরে আরও জানা যাচ্ছে, নিউজ ফিডে বারবার এমন অস্বস্তিকর এবং অশ্লীল ছবি আসার কারণে অনেক ব্যবহারকারী অতিষ্ঠ হয়ে চিরদিনের মতো ফেসবুক ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দিয়েছে। এমন ঘোষণা সম্বলিত প্রায় ৫০টি পোস্ট পাওয়া গেছে বলে জানিয়েছে সাইবার অপরাধ বিভাগ।
এদিকে ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নিউজ ফিডে পর্নো এবং কুৎসিত ছবি পাঠানোর জন্য দায়ীদের তারা সনাক্ত করতে পেরেছে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে তারা তাদের আইজীবীদের সঙ্গে কথা বলছে।
ব্যবহারকারীরা জানিয়েছে, তাদের পাতায় পর্নো লিংক, বিভৎস ছবি এবং সেলিব্রেটিদের ভুয়া ছবি পোস্ট করা হচ্ছে। এর মধ্যে কিশোর পপ শিল্পী জাস্টিন বিবারের একটি ছবি রয়েছে যেখানে তাকে একটি যৌন দৃশ্যে উপস্থাপন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা. নভেম্বর ১৬, ২০১১