ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হোয়াইট হাউজের জানালায় গুলিবর্ষণ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, নভেম্বর ১৬, ২০১১
হোয়াইট হাউজের জানালায় গুলিবর্ষণ!

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাইজের বাইরের একটি জানালায় গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার সেক্রেট সার্ভিস সূত্র এ কথা জানিয়েছে।



সূত্র জানিয়েছে, গুলি এসে একটি জানালায় আঘাত করার প্রমাণ পাওয়া গেছে। তবে কাচ বুলেটপ্রুফ হওয়ার কারণে কোনও ক্ষতি হয়নি। গত মঙ্গলবার হোয়াইট হাউজের বাইরে আরও গোলাবারুদ পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

গত শুক্রবার হোয়াইট হাউজের বাইরে গুলি বর্ষণের ঘটনার পর গোলাবারুদ উদ্ধারের এই ঘটনা ঘটল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সেদিন গুলির শব্দ শুনার পরই দুটি গাড়ি দ্রুতগতিতে ওই এলাকা দিয়ে চলে যায়। পরে অন্য একটি গাড়ির মধ্যে থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধরা করা হয়।

সেক্রেট সার্ভিস বলছে, মঙ্গলবারের এই ঘটনা শুক্রবারের ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়।

শুক্রবারের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অস্কার ওরতেগা হারনান্দেজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মার্কিন পার্ক পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।