ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সমুদ্রে আরও মার্কিন সেনা মোতায়েনে সম্মত অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, নভেম্বর ১৬, ২০১১
সমুদ্রে আরও মার্কিন সেনা মোতায়েনে সম্মত অস্ট্রেলিয়া

ক্যানবেরা: আগামী বছর নিজেদের সমুদ্রসীমায় আরও ২৫০ জন মার্কিন সেনা মোতায়েনের ব্যাপারে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া। এতে করে অস্ট্রেলিয়ার ঘাঁটিতে মোতায়েন মোট মার্কিন সেনার সংখ্যা দাঁড়াবে আড়াই হাজারে।



বুধবার অস্ট্রেলিয়া সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড এই ঘোষণা দিয়েছেন।

এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া এই পদক্ষেপ নিচ্ছে বলে বিশেষজ্ঞদের ধারণা।

সংবাদ সম্মেলনে ওবামা বলেন, ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্র তার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে। চীনও এর বাইরে নয়। ’

তিনি বলেন, ‘প্রকাশ্যে এবং গোপনে চীনের প্রতি আমার মূল বার্তা যা আমি বলেছি তা হলো, তাদের উত্থানের সাথে সাথে আমাদের দায়-দায়িত্ব বেড়েছে। ’

সঠিক ও ন্যায়সঙ্গত পথ ধরে এগুনো এখন চীনের জন্য এখন খুব জরুরি বলে উল্লেখ করেন ওবামা।

তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ এই অঞ্চলের শান্তিপূর্ণ উন্নয়নের ধারার সঙ্গে সামাঞ্জস্য রেখে নেওয়া হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ ওয়েইমিন।

তিনি বলেন, ‘সামরিক জোট দৃঢ়করণ এবং এর বিস্তার উপযু্ক্ত পদক্ষেপ হতে পারে না। আর এতে এই অঞ্চলের দেশগুলোর স্বার্থ রক্ষাও হবে না।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চলতি সপ্তাহেই হনোলুলুতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) ফোরামের বৈঠক শেষে অস্ট্রেলিয়া সফরে এসেছেন।

এই দুই দেশের মধ্যে নিরাপত্তা জোট দীর্ঘ ৬০ বছরের।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।