ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আবারও উত্তপ্ত হচ্ছে ওয়াল স্ট্রিট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৪, নভেম্বর ১৭, ২০১১
আবারও উত্তপ্ত হচ্ছে ওয়াল স্ট্রিট

নিউইয়র্ক: ওয়াল স্ট্রিট থেকে বিক্ষোভকারীদের সড়িয়ে দেওয়ার পর আবার জড়ো হওয়ার চেষ্টা করছে তারা। ‘ওয়াল স্ট্রিট দখল’ করবো এরকম অনেক প্ল্যাকার্ড আর স্লোগান দিতে দিতে বিভিন্ন শহর থেকে জড়ো হচ্ছে বিক্ষোভকারীরা।



ওয়াল স্ট্রিটের জুক্কোত্তি পার্কে বিক্ষোভকারীরা তাদের জিনিসপত্র নিয়ে আবারও ডেরা বাঁধার চেষ্টা করছে বলে স্থানীয় বাসিন্দারা জানায়। এমনকি ম্যানহ্যাটন পার্কের কাছেও জড়ো হচ্ছে তারা।

এদিকে অকল্যান্ড, ব্রেকলি এবং কালিফে রাত্রিকালীন সকল প্রকার বিক্ষোভ নিষিদ্ধ করেছে সেখানকার পুলিশ কর্তৃপক্ষ। তবে আরও নতুন মাত্রায় বিক্ষোভ করার কথা জানিয়েছে বিক্ষোভকারীদের নেতারা।

বিক্ষোভকারীদের সংগঠন অকিউপাই ওয়াল স্ট্রিটের (ওডব্লিউএস) অর্থায়ন কমিটি জানায়, আরও শক্তিশালী হচ্ছি আমরা। আবারও পুনগর্ঠিত হচ্ছি আমরা। ইউনিয়নগুলো বিভিন্ন কমিউনিটির মধ্যে গণজাগরণের জন্য কাজ করে যাচ্ছে। এমনকি ধর্মীয় কমিউনিটিগুলোকেও সঙ্গে নেওয়ার চেষ্টা চলছে।

ওয়াল স্ট্রিটের একজন বিক্ষোভকারী ডুটরো জানান, কমিউনিটি গুলোর বিশ্বাস অর্জনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা এভাবে হাল ছেড়ে দিতে পারি না।

তিনি আরও জানান, আমরা কোথাও যাইনি। কিন্তু তারা যা করেছে তা মোটেও ভালো নয়। প্রতিটি ক্ষেত্রেই তারা জোর করে সমস্যার সমাধান করতে চায়। তাদের মাথায় যদি অর্ধেক মস্তিস্কও থাকতো তাহলে তারা আমাদের সড়িয়ে দেওয়ার চেষ্টা করতো না।

তারা আমাদের বই ছুড়ে ফেলে দিয়েছে, আমাদের নারীদের আঘাত করেছে, আমেরিকার পাতাকাকে অপমান করেছে। আমরা কেউ তাদের সঙ্গে মারামারি করিনি। কিন্তু তারা আমাদের প্রতি সহিংস আচরণ করেছে বলেও জানান ডুটরো।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।