ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিয়ানমারের আরও সংস্কার প্রয়োজন: ওবামা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৪, নভেম্বর ১৭, ২০১১
মিয়ানমারের আরও সংস্কার প্রয়োজন: ওবামা

ক্যানবেরা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার মিয়ানমার সরকারের অধিকতর সংস্কার করতে সতর্কবার্তা উচ্চারণ করেন। অস্ট্রেলিয়া সফররত ওবামা বলেন, মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের প্রয়োজনীয়তার কথা যুক্তরাষ্ট্র স্পষ্ট করেই বলবে।



ওবামা বলেন, ‘তার সরকার মিয়ানমারের সংস্কারের ব্যাপারে চাপ অব্যাহত রাখবে। সমাজে যতো ন্যায় প্রতিষ্ঠা হবে, ততোই তা সমৃদ্ধ হবে। ’

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে দেওয়া ভাষণে ওবামা বলেন, ‘অং সান সু চি আজ গৃহবন্দী থেকে মুক্ত। কয়েকজন রাজবন্দীও মুক্তি পেয়েছে। সরকার সংলাপ শুরু করেছে। ’

তিনি বলেন, ‘তবে এখনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এ কারণে আমরা স্পষ্ট করেই বলছি, মিয়ানমার সরকারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে আর এর মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নয়ন সম্ভব। ’

বিশ্লেষকরা আশা করছেন, এশিয়ায় সপ্তাহব্যাপী সফরে ওবামা যুক্তরাষ্ট্রের তরফ থেকে মিয়ানমারের সংস্কার প্রক্রিয়ায় সমর্থন দেবেন।

গত বুধবার মিয়ানমার দক্ষিণ-পূর্ব এশিয়ার সংগঠন আসিয়ানের চেয়ারম্যান পদে বসছে হচ্ছে ২০১৪। যদিও যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, নতুন করে সংস্কার করা দেশটিকে এখনই পুরস্কৃত করা উচিৎ হবে না।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।