ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লুলার ‘ট্রেডমার্ক দাড়ি’ আর নেই

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯, নভেম্বর ১৭, ২০১১
লুলার ‘ট্রেডমার্ক দাড়ি’ আর নেই

ঢাকা: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা তার ‘ট্রেডমার্ক দাড়ি’ কামিয়ে ফেলেছেন। তার স্ত্রী মারিসাই লেটিসিয়া তার দাড়ি কামিয়ে দিয়েছেন।

শুধু দাড়ি নয়, তার মাথার চুলও কামানো হয়েছে। তবে গোঁফটি এখনও আছে।

এতদিন ধরে যত্নে রাখা সেই ‘ট্রেডমার্ক দাড়ি’ কিন্তু লুলা ইচ্ছা করে ফেলে দেননি। তিনি গলার ক্যান্সারে ভুগছেন। আর সেজন্য কেমোথেরাপি নিতে হলে তাকে চুল-দাড়ি কামাতেই হবে। তাই বাধ্য হয়েই তিনি এই বিসর্জনের কাজটি করলেন।

চুল-দাড়ি কামানোর ছবিটি প্রকাশ করেছে তার তথ্য অফিস।

চিকিৎসক বলেছেন, লুলার সেরে ওঠার সম্ভাবনা খুবই প্রবল।

তিনি এরই মধ্যে কোনো জটিলতা ছাড়াই একবার কোমোথেরাপি নিয়েছেন। এরপর রেডিয়েশন থেরাপি নেওয়ার আগে এ বছরই আরও অন্তত তিনবার তাকে এই থেরাপি নিতে হবে।

লুলার বয়স এখন ৬৬। তিনি দুই মেয়াদে ব্রাজিলের ক্ষমতায় ছিলেন গত বছর পর্যন্ত। ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন।

লুলা ধুমপায়ী ছিলেন। আর তার মদ পানের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত। এই দুই অভ্যাসই তার ক্যান্সারের কারণ বলে মনে করা হয়।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১১ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।