ইলিনয়: এবার হ্যাকারদের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ইলিনয় শহরের পানি সরবরাহ ব্যবস্থা।
কর্মকর্তারা জানিয়েছেন, হ্যাকাররা শহরের রক্ষণাবেক্ষণ নেটওয়ার্কে অনুপ্রবেশ করে একটি গুরুত্বপূর্ণ পানির পাম্প অকার্যকর করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানায় কর্মকর্তারা।
বিশেষজ্ঞরা এই ঘটনাকে সুরক্ষিত এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানোর ব্যাপারে হ্যাকারদের ক্রমবর্ধমান আগ্রহ হিসেবে দেখছেন।
তবে গত ৮ নভেম্বর সংঘটিত এই ঘটনা জনসম্মুখে প্রকাশিত হয় সোমবার। জো ওয়েস নামের এক ব্যক্তি সাইবার হামলা মুখে হার্ডওয়্যারের সুরক্ষা দেওয়া কৌশলের ব্যাপারে শহরের রক্ষণাবেক্ষণ বিভাগকে পরামর্শ দিয়ে নিজের ব্লগে লেখার পরই সবাই ঘটনাটি জানতে পারে।
জো ওয়েস ব্লগে ইলিনয় রাজ্যর সন্ত্রাস দমন ও গোয়েন্দা বিভাগের প্রকাশিত একটি সংক্ষিপ্ত প্রতিবেদনের উদ্ধৃতি দেন। প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা লগইন নাম এবং পাসওয়ার্ড চুরি করে এই কাণ্ড ঘটায়।
শিল্পস্থাপনার জন্য নিয়ন্ত্রণ সফটওয়ার তৈরি করে এমন একটি কোম্পানি থেকে এই দুটি তথ্য চুরি করে তারা।
জানা যায়, যে ইন্টারনেট ঠিকানা থেকে হ্যাক করা হয় তা রাশিয়ার বলে চিহ্নিত করা হয়েছে।
এর আগে ইরানের পরমাণু কর্মসূচির কম্পিউটার কন্ট্রোল সিস্টেমে একইভাবে ভাইরাস আক্রমণের ঘটনা ঘটেছিল ।
অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের মুখপাত্র পিটার বুগার্ড জানান, তারা এই ঘটনা তদন্তে তথ্য সংগ্রহ করেছেন। তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো এবং জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কোনও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১