ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়াকে আরব লিগের আলটিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, নভেম্বর ১৭, ২০১১
সিরিয়াকে আরব লিগের আলটিমেটাম

দোহা: বিরোধীদের ওপর দমন-নিপীড়ন বন্ধের জন্য সিরিয়াকে তিন দিন সময় দিয়েছে আরব লিগ। সেই সঙ্গে পর্যবেক্ষক দল ঢুকারও অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে আঞ্চলিক সংগঠনটি।



বৃহস্পতিবার মরক্কোতে অনুষ্ঠিত আরব লিগের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানি বলেছেন, ‘সিরিয়া যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করে তাহলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ’

এদিকে, আরব লিগের বৈঠকে যখন সিরিয়ার বিরুদ্ধে সমালোচনা এবং নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তখন, দামেস্কে মরক্কো এবং সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসে হামলা করেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থকরা।

এই ঘটনার পরই মরক্কো তার রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে বলে জানা গেছে।

এর আগে আরব লিগের সব বৈঠক থেকে সিরিয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং জর্ডানও বাশারের সমালোচনা করেছে। নানা দিক থেকে দেশটি বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বিচ্ছিন্নতার ধারায় সর্বশেষ ফ্রান্সও তার রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

এদিন মরক্কোতে এক সংবাদ সম্মেলনে শেখ হামাদকে জিজ্ঞেস করা হয় আরব লিগের পক্ষ থেকে এটি সর্বশেষ কূটনৈতিক প্রচেষ্ঠা কি না। জবাবে তিনি বলেন, ‘আমরা সর্বশেষ প্রচেষ্ঠার কথা বলতে চাচ্ছি না। ’

তিনি বলেন, ‘আমি বলতে চাই, এ ব্যাপারে পথের শেষ প্রান্তের কাছাকাছি পৌঁছে গেছি। ’

এদিকে তুরস্ক আরব লিগের সদস্য না হলেও বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতগলু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।