লন্ডন: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ইউরোপ বিষয়ের প্রধান আন্তোনিও বোর্হেস পদত্যাগ করেছেন।
ইউরো জোনের ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের মধ্যে তার আকস্মিক পদত্যাগ নানা প্রশ্নের জন্ম দিলেও একান্ত ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বোর্হেস।
তিনি আইএমএফ’র ইউরোপীয় বিভাগের দায়িত্ব ছিলেন মাত্র এক বছর।
চলতি প্রথম দিকে ইউরো জোনের সঙ্কট মোকাবেলায় গঠিত ফান্ডের অর্থ দিয়ে ইতালি এবং স্পেনকে ঋণের দায় থেকে মুক্তি দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বোর্হেস।
পরে আইএমএফ’র চাপে তাকে বক্তব্য প্রত্যাহারে বাধ্য করা হয়।
ইউরো জোনের অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় গঠিত তহবিলের দায়িত্ব দেওয়া হয়েছিল বোর্হেসকে। এখন রেজা মোঘাদামকে তার স্থালাভিষিক্ত করার চিন্তা করছেন আইএমএফ প্রধান ক্রিস্তিন লাগার্দে।
পর্তুগালের নাগরিক আন্তোনিও বোর্হেস এক সময় লন্ডনে গোল্ডম্যান স্যাকসের ভাইস চেয়ারম্যান ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১১