ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে দীর্ঘ সুরঙ্গের সন্ধান

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, নভেম্বর ১৭, ২০১১
মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে দীর্ঘ সুরঙ্গের সন্ধান

ক্যালির্ফোনিয়া: মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে একটি দীর্ঘ সুরঙ্গের সন্ধান পেয়েছে মার্কিন পুলিশ। সেখান থেকে ১৪ টন মারিজুয়ানা আটক করা হয়েছে।

সুরঙ্গটিকে মাদক চোরাচালানের কাজে ব্যবহার করা হত বলে জানিয়েছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সুরঙ্গটি মেক্সিকোর তিহুয়ানার গুদামগুলোর সঙ্গে ক্যালিফোর্নিয়ার ওটে মেসার গুদামের সংযোগ রয়েছে। সুরঙ্গটির দৈর্ঘ্য প্রায় ৪০০ গজ।

সুরঙ্গটিতে কাঠের কাঠামো এবং বৈদ্যুতিক তারের সন্ধান পাওয়া যায়। এতে অনুমান করা হয় সুরঙ্গটিতে আলো এবং বায়ু সরবরাহের ব্যবস্থা ছিল।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র পুলিশ চোরাচালানের বিরুদ্ধে অভিযান শুরু করার পর এরকম অনেক সুরঙ্গের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে এ বছরই ৩০টির সন্ধান পাওয়া গেছে।

সুরঙ্গগুলো দিয়ে মাদক পাচারের পাশাপাশি মানব পাচারও করা হয়।

ডেরেক বেনার নামের যুক্তরাষ্ট্রের কাষ্টমস এবং ইমিগ্রিশন পুলিশের একজন স্পেশাল এজেন্ট জানান, সুরঙ্গটির  যুক্তরাষ্ট্র অংশ থেকে ৯ টন এবং মেক্সিকো অংশ থেকে ৫ টন মারিজুয়ানা জব্দ করে স্ব স্ব দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।