ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কুয়েতে পার্লামেন্টে ঢুকে বিক্ষোভ

আন্তর্জাতিকডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, নভেম্বর ১৭, ২০১১
কুয়েতে পার্লামেন্টে ঢুকে বিক্ষোভ

কুয়েত সিটি: কুয়েতে সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিরোধী ও সাধারণ জনগণের বিক্ষোভ চলছে। বুধবার সন্ধ্যার দিকে বিক্ষোভকারীরা পার্লামেন্টের দরজা ভেঙে ভেতর ঢুকে পড়ে বলে জানা গেছে।



জানা যায়, এদিন কয়েকশ মানুষ পার্লামেন্টের সামনে জড়ো হয়ে সরকার বিরোধী বিক্ষোভ প্রর্দশন করে। এক সময় বেশ কিছু বিক্ষোভকারী পার্লামেন্ট ভবনের দরজা ভেঙে ভবনের মূলকক্ষে প্রবেশ করে। এসময় তারা জাতীয় সঙ্গীত গাইতে থাকে। তবে অল্প সময় অবস্থানের পর তারা সেখান থেকে বেরিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভকারীরা কুয়েতের বর্তমান প্রধানমন্ত্রী শেখ নাসের আল মোহাম্মদ আল সাবাহর পদত্যাগ দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিল।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ লাঠিচার্জ করে বলে খবরে জানা গেছে। এতে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, পার্লামেন্ট ভবন থেকে বেরিয়ে বিক্ষোভকারীরা  প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ সেখানে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়।

উল্লেখ্য, কুয়েতি পার্লামেন্টের সামনে জড়ো হয়ে কুয়েতের পার্লামেন্টে বিরোধীদলীয় সদস্যরাসহ শতাধিক লোক সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতি সপ্তাহে বিক্ষোভ দেখিয়ে আসছে।

আরব বসন্ত শুরু হওয়ার পর থেকে অন্য আরব দেশগুলোর মত কুয়েতে ব্যাপক  বিক্ষোভ  দেখা যায়নি। মূলত নাগরিকদের জন্য ব্যাপক রাষ্ট্রীয় সুবিধা দেওয়ার কারণেই বিক্ষোভ দানা বাঁধেনি বলে মনে করা হচ্ছে।

কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে বিরোধীরা সরকারের দুর্নীতির অভিযোগে এবং রাজনৈতিক স্বাধীনতা আরও বাড়ানোর দাবিতে সরকারের ওপর চাপ বৃদ্ধি করেছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।