ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিশ্ব বিতর্কিত বিজ্ঞাপন

জাহাঙ্গীর আলম, আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, নভেম্বর ১৭, ২০১১
বিশ্ব বিতর্কিত বিজ্ঞাপন

ঢাকা: পোশাক প্রস্তুতকারী কোম্পানি দ্য বেনেটোনের একটি বিজ্ঞাপন নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

‘আনহেইট’ নামের ওই বিজ্ঞাপনে ষোড়শ পোপ বেনেডিক্ট এবং মিশরের একজন ইমামকে চুম্বনরত অবস্থায় দেখানো হয়েছে।



পরে ভ্যাটিকেনের তীব্র আপত্তির মুখে গত বুধবার প্রকাশের কয়েক ঘণ্টা পরই বিজ্ঞাপনের ছবি প্রত্যাহার করে তারা। ভ্যাটিকেন একে অগ্রহণযোগ্য ও উস্কানিমূলক বলে বর্ণনা করেছে।

তবে বেনেটোন বলছে, পারস্পরিক সহিষ্ণুতা এবং বিশ্ব ভালবাসার পক্ষে প্রচারণার উদ্দেশ্যে তারা এ ধরনের ছবি প্রকাশ করেছে।

ওই প্রচারণায় শুধু পোপ-ইমাম নয় প্রায় ডজনখানেক রাজনৈতিক ব্যক্তিত্বের ওষ্ঠ চুম্বনাবদ্ধ অবস্থার ছবি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন, বারাক ওবামা-হুগো শ্যাভেজ, বেনইয়ামিন নেতানিয়াহু-মাহমুদ আব্বাস, অ্যাঙ্গেলা মেরকেল-নিকোলা সারকোজি এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল-দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট লি মিয়ং বাক।

সবচে বেশি আপত্তি এসেছে পোপ-ইমামের ছবিটি নিয়ে। কায়রোর আল আজহার ইনস্টিটিউটের ধর্মতত্ত্বের অধ্যাপক শেখ আহমেদ আল তায়েবের সঙ্গে পোপের ওষ্ঠ চুম্বনের একটি ভুয়া ছবি নিয়ে আপত্তি করে ভ্যাটিকেন। পরে বেনেটোন তাদের ওয়েবসাইট থেকে ছবিটি প্রত্যাহার করে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।