ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার বাথ পার্টির অফিসে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, নভেম্বর ২০, ২০১১
সিরিয়ার বাথ পার্টির অফিসে রকেট হামলা

দামেস্ক: সিরিয়ার ক্ষমতাসীন বাথ পার্টির অফিসে অস্তত দুইটি রকেট চালিত গ্রেনেড হামলা চালানো হয়েছে। রাজধানীর বাসিন্দারা এখবরের সত্যতা নিশ্চিত করেছে।



একজন প্রত্যক্ষদর্শীর মতে, ভবনটি থেকে যখন ধোয়া বের হচ্ছিল তখন নিরাপত্তা বাহিনী পুরো চত্বরটিই বন্ধ করে দেয়। এছাড়াও বেশ গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল ভবনটির আশপাশ থেকে।

আর এই হামলার ফলে মার্চ মাস থেকে সিরিয়াতে শুরু হওয়া বিক্ষোভ পরবর্তীতে এটাই রাজধানীতে প্রথম হামলা।  
তবে এই সংবাদের সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। কারণ সিরিয়াতে বর্হিবিশ্বের কোনো সাংবাদিকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এদিকে বিদ্রোহীদের লোকাল কো-অর্ডিনেশন কমিটি (এলসিসি) জানায়, মাজরা এলাকার বাথ পার্টির অফিসে কয়েকটি আরপিজি রকেট হামলা চালানো হয়েছে। দুইটি অগ্নি নির্বাপক দল পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পৌঁছেছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, ভোরের দিকে হামলা চালানো হয় পার্টি অফিসে। আর সেসময় পার্টি অফিস ছিল ফাঁকা।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।