কায়রো: মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষে অন্তত দুইজন নিহত এবং ছয় শতাধিক আহত হয়েছে। তাহরির স্কয়ার থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার জন্য পুলিশ অভিযান চালালে এই সংঘর্ষ বাধে বলে জানায় পুলিশ কর্তৃপক্ষ।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, কাঁদুনে গ্যাস এবং লাঠি চার্জ করে বলে জানা যায়।
এদিকে পুলিশী অভিযান বন্ধে এবং মারধরের প্রতিবাদ হিসেবে বিক্ষোভকারীরা পুলিশকে উদ্দেশ্যে করে পাথর ছুড়ে মারে এবং কয়েকটি পুলিশ ভ্যান জ্বালিয়ে দেয়।
তাহরির স্কয়ার থেকে পুলিশ এ পর্যন্ত ১৮ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে বলেও জানায় পুলিশ কর্তৃপক্ষ।
গত ফেব্রুয়ারি মাসে হোসনি মোবারক সরকারকে উৎখাত করতে রাস্তায় নেমেছিল সেদেশের জনগণ। তাহরির স্কয়ার হয়ে উঠেছিল তখন বিক্ষোভকারীদের বিদ্রোহের কেন্দ্রস্থল। সে সময় হোসনী মোবারকের বাহিনীর হাতে নিহত হয় কয়েক শত বিক্ষোভকারী।
তাহরির স্কয়ার থেকে একজন প্রত্যক্ষদর্শী জানায়, চলতি বছরের গোড়ার দিকে এই তাহরির স্কয়ার থেকেই মোবারককে উৎখাত করার আন্দোলন শুরু হয়েছিল। এখন চলছে সেনাবহিনীর বিরুদ্ধে আন্দোলন। তাহরির স্কয়ার এখন বিদ্রোহের প্রাণকেন্দ্র।
তাহরির স্কয়ার থেকে উত্তেজিত জনতা ‘পুলিশ চোরের মতো হামলা চালায়’ এবং ‘মার্শালকে নামাবো’ সেøাগান দিতে থাকে। ফিল্ড মার্শাল হুসেইন তাতাই মিসরের সেনাবাহিনী প্রধান।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১১