মোগাদিসু: উল্লেখযোগ্য সংখ্যক ইথিওপীয় সেনা গত শনিবার সীমান্ত পেরিয়ে সোমালিয়া ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইথিওপীয় সেনাদের বহনকারী কমপক্ষে ২০টি যান সীমান্ত অতিক্রম করেছে।
তারা আরও জানিয়েছে, গালগুদুদ অঞ্চলে গুরেল শহরে কয়েক শ’ সেনা সদস্যকে অবস্থান করতে দেখা গেছে। এছাড়া বেলেদোয়েন অঞ্চলেও অনেক সেনার উপস্থিতি লক্ষ্য করা গেছে।
তবে ইথিওপিয়ার সরকার এই সেনা অনুপ্রবেশের খবর অস্বীকার করেছে।
এর আগে টানা তিন বছর বিতর্কিত অবস্থানের পর ২০০৯ সালে সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার করে ইথিওপিয়।
দক্ষিণ সোমালিয়াতে ইসলামপন্থী গ্রুপ আল শাবাবকে দমনের জন্য কেনিয়ার সেনাবাহিনীর হস্তক্ষেপের পর এই খবর এল।
যদি এই খবর নিশ্চিত হয় তাহলে একে ২০০৯ সালের পর সোমালিয়াতে ইথিওপিয়ার হস্তক্ষেপের একটি বড় অগ্রগতি বলা যাবে।
এ ব্যাপারে মধ্য সোমালিয়ার একজন সংসদ সদস্য বলেছেন, ইথিওপিয়ার সেনারা কোথায় এবং কতজন অনুপ্রবেশ করেছে সে ব্যাপারে তিনি নিশ্চিত হতে পারেননি।
তবে আল শাবাবকে প্রতিহত করার ক্ষেত্রে সোমালিয়াতে তাদের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
গত কয়েক মাস ধরে সোমালিয়াতে খরা এবং দূর্ভিক্ষ চলছে।
এদিকে ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছে, এই মুহূর্তে দেশে যদি আবার সংঘর্ষ শুরু হয় তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। এতে করে খরা ও দূর্ভিক্ষ পীড়িতদের কাছে ত্রাণ পৌঁছানো কঠিন হবে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১১