দামেস্ক: কোনও চাপের মুখে সিরিয়া নতি স্বীকার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সেই সঙ্গে এই রক্তাক্ত সংঘাত আরও প্রলম্বিত হতে পারে বলেও তার আশঙ্কা।
ব্রিটেনের একটি দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, বর্তমানে সিরিয়ার ঐক্য এবং সংহতি হুমকির সম্মুখীন ।
এদিকে, রক্তপাত বন্ধ করার জন্য সিরিয়ার সরকারকে বেধে দেওয়া আরব লিগের সময়সীমা গত শনিবার রাতে শেষ হয়ে গেলেও দেশটিতে সহিংসতা প্রশমনের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
নতুন করে সংঘটিত সহিংসতার মধ্যেই সিরিয়ার রাজধানীতে বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বাথ পার্টির একটি ভবনে গ্রেনেড হামলার খবর পাওয়া গেছে। অবশ্য নিরপেক্ষ সূত্রে এই খবর নিশ্চিত করা যায়নি।
তবে এই ঘটনা সত্যি হলে সহিংসতা শুরুর পর সিরিয়ার রাজধানীতে এটাই হবে এ ধরনের হামলার প্রথম ঘটনা।
এদিকে সিরিয়ার সরকার বিরোধীরা দাবি করেছে, গত শনিবারের সংঘাতে ২৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন সরকারি গোয়েন্দাও রয়েছেন বলে তারা দাবি করেছে।
গোয়েন্দাদের বহনকারী একটি গাড়ি হামা শহরের কাছে বিরোধী যোদ্ধাদের চোরাগোপ্তা হামলার কবলে পড়লে এরা নিহত হয় বলে তারা জানায়।
জাতিসংঘের হিসাব অনুয়ায়ী সিরিয়ায় রাজনৈতিক সংঘাত শুরু হওয়ার পর এ যাবৎ প্রায় সাড়ে ৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১১