দামেস্ক: সিরিয়ার ব্যাতিক্রমধর্মী শান্তি পরিকল্পনা বাতিল করে দিয়েছে আরব লীগ। সিরিয়া দেশটির সহিংসতা বন্ধে একটি পরিকল্পনা পেশ করেছিল আরব লীগ বরাবর।
সিরিয়াতে ৫০০ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা বাতিল করে দিয়েছে আরব লীগ।
সিরিয়াকে দেওয়া আরব লীগের আল্টিমেটাম শেষ হয়ে গেছে। কিন্তু তার পরেও সিরিয়ার জনগণের ওপর সহিংতা কমায়নি আসাদ প্রশাসন।
এদিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন, সিরিয়া কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। প্রয়োজনবোধে সংঘর্ষ চলবে।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১১