ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, নভেম্বর ২০, ২০১১
চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১৪

বেইজিং: চীনের পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় রোববার ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরও ৫ জন শ্রমিক।



কর্মকর্তারা জানান, শানদং প্রদেশের সিনতাই এলাকার একটি মেলামাইন উৎপাদন কারখানায় বিকেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওই সময় কারখানার একটি কনডেন্সার মেরামত করা হচ্ছিল। তবে ঠিক কি কারণে বিস্ফোরণটি ঘটল তা জানা যায়নি।

ওই রাসায়সিক কারখানাটি শানদোং লিয়াহার্দ কেমিক্যাল ইন্ডাস্ট্রির একটি প্রতিষ্ঠান।

নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দশ জনের মৃত্যু হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

বিস্ফোরণের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

প্রসঙ্গত, চীনের কারখানায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। কারখা্নাগুলোতে শ্রমিকদের নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা না থাকায় হতাহতের ঘটনাও ঘটে অহরহ।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।