ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নয়াদিল্লিতে আগ্নিকাণ্ডে ১৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, নভেম্বর ২০, ২০১১
নয়াদিল্লিতে আগ্নিকাণ্ডে ১৫ জনের প্রাণহানি

নয়াদিল্লি: ভারতের রাজধানী নয়াদিল্লির একটি কমিউনিটি হলের অনুষ্ঠানস্থলে রোববার আগুন লেগে ১৫ জন মারা গেছে। আহত হয়েছে ৩১ জন।



আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়ছে। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

ওই হলে একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে অনেক মানুষ জড়ো হয়েছিল। তাদের অনেকেই হল সংলগ্ন এলাকায় তাঁবু খাটিয়ে সেখানে অবস্থান করছিল। আর সেখানেই অগ্নিকা-ের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ বলছে, একটি তাঁবুতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। আর ওই তাঁবুতে থাকা রান্নার জন্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে।  

পুলিশের ডেপুটি কমিশনার সঞ্জয় জেইন বলেন, এটা ছিল ব্যক্তিগত অনুষ্ঠান। তাই কোনো নিরাপত্তা চাওয়া হয়নি বা দেওয়াও হয়নি।

দমকলের ১২টি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্বাস্থ্যমন্ত্রী একে ওয়ালিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।