ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পানিশূন্যতায় পানি কোনও কাজেই লাগে না?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৬, নভেম্বর ২০, ২০১১
পানিশূন্যতায় পানি কোনও কাজেই লাগে না?

লন্ডন: পানি নাকি দেহের পানিশূন্যতা রোধ করতে পারে না। তাই বিশুদ্ধ খাবার পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের এমন দাবি নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।



অবশ্য তাদের এই সিদ্ধান্ত নিয়ে যে হাসি-ঠাট্টা হচ্ছে না তা নয়। সমালোচকরা একে বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান দুটোর প্রেক্ষিতেই একটি অদ্ভুত সিদ্ধান্ত বলে বর্ণনা করেছেন।

ব্রিটেনের কনজারভেটিভ দলের পার্লামেন্ট সদস্য রজার হেলমান বলেছেন, এটা একেবারে নির্বুদ্ধিতা।

তিনি বলেন, ‘ইউরো জ্বলে যাচ্ছে, ইইউ বিচ্ছিন্ন হয়ে পড়ছে আর সেই সময় উচ্চ বেতন ও পেনসনধারী কর্মকর্তারা পানির সর্বজনবিদিত গুণাগুণ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। এতোদিন প্রতিষ্ঠিত সত্য নিয়ে তারা আমাদের কথা বলার অধিকারকে অস্বীকার করছেন। ’

তিনি আরও বলেন, ‘ইউরোপীয় কোনও প্রকল্পের মধ্যে এটাই সবচে বড় পাগলামি। ’

কিন্তু ইইউ কর্মকর্তাদের দাবি, তিন বছরব্যাপী এক তদন্তে দেখা গেছে, পানি পানিশূন্যতা রোধ করে এতোদিনের এই দাবির পক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি।

তারা একটি আইনও করে ফেলেছেন- পানিশূন্যতা রোধ করে এমন দাবি করা যাবে না। বোতলজাত পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এমন দাবি করলে দুই বছরের কারাদণ্ড দেওয়া হবে। ব্রিটেনে আগামী মাস থেকেই এই আইন কার্যকর করা হবে।

এদিকে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ এই আইনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। এর একজন মুখপাত্র বলেছেন, ‘পানি অবশ্যই পানিশূন্যতা রোধ করে। কোনও পণ্যের ব্যাপারে মিথ্যা দাবি নিষিদ্ধ করার ক্ষেত্রে আমরা ইইউকে সমর্থন করব। কিন্তু আমাদের তো সাধারণ জ্ঞান মানতে হবে!’

তবে বোতলজাত খাবার পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপনে বাড়াবাড়ির ব্যাপারে অনেকের আপত্তি রয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।