ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, নভেম্বর ২১, ২০১১
লিবিয়ার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার

ত্রিপোলি: গাদ্দাফি প্রশাসনের গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসি গ্রেপ্তার হয়েছে। লিবিয়ার বিদ্রোহীদের গঠিত জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের হাতে সেনুসিই সর্বশেষ গ্রেপ্তারকৃত উচ্চপদস্থ কর্মকর্তা।



মুয়াম্মার গাদ্দাফিপুত্র সাঈফ আল গাদ্দাফি গ্রেপ্তার হওয়ার একদিন পরেই সেনুসি গ্রেপ্তার হলেন। সম্পর্কের দিক দিয়ে সেনুসি গাদ্দাফির ভগ্নিপতি হয়। লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় সাবহা শহরে সেনুসির বোনের বাসা থেকে তাকে আটক করা হয়।

লিবিয়ায় গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলন শুরু হলে সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটে। সেই হতাহতের জন্য সেনুসিকে দায়ি করা হয়।

ওই হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইসিসি সেনুসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

রোববার এনটিসি জানায়, গাদ্দাফিপুত্র সাঈফকে আন্তর্জাতিক অপরাধ আদালতের হাতে সোপর্দ করতে তারা রাজি নয়।
 
তবে লিবীয় তথ্যমন্ত্রী মাহমুদ সাম্মাম বলেন, সোমবার আইসিসি’র প্রধান কৌসুলির সঙ্গে এ বিষয়ে আমাদের আলোচনা হবে। লিবিয়ার জনগণ চাইছে সাঈফের বিচার লিবিয়ার মাটিতেই যেন হয়। কারণ সাঈফ অপরাধ করেছে লিবিয়ার মাটিতেই।
 
সাঈফ আল গাদ্দাফিও চান তার বিচার যেন আন্তর্জাতিক অপরাধ আদালতেই হয়।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।