লন্ডন: রাশিয়ার সঙ্গে সব ধরনের সামরিক তথ্য আদান প্রদান বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন।
ন্যাটো এবং সাবেক ওয়ারস জোটের রাষ্ট্রগুলোর মধ্যে স্বাক্ষরিত প্রচলিত সমরাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির (সিএফএ) শর্ত অনুযায়ী বৃটেন রাশিয়ার সঙ্গে সামরিক তথ্য বিনিময় করে আসিছল।
কিন্তু গত কয়েক বছর ধরে রাশিয়া এই চুক্তির শর্ত অনুযায়ী সহযোগিতা করা বন্ধ করে দিয়েছে। রাশিয়ার এই অবস্থানের প্রতিক্রিয়ায় বৃটেন এই পদক্ষেপ নিতে যাচ্ছে।
সিএফই চুক্তি হয়েছিল আটলান্টিক থেকে রাশিয়ার উরাল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় উভয়পক্ষের সামরিক কর্মকাণ্ড এবং যুদ্ধ সরঞ্জাম মোতায়েনের তথ্য বিনিময় এবং নিয়ন্ত্রণ আরোপের লক্ষ্যে।
বৃটেনের ইউরোপ বিষয়ক মন্ত্রী ডেভিড লিডিংটোন গত শুক্রবার পার্লামেন্টে দেওয়া লিখিত বিবৃতিতে বলেন, ‘রাশিয়া যতদিন সিএফই চুক্তি অনুযায়ী বৃটেনের প্রতি তাদের দায়িত্ববোধের পরিচয় না দিতে পারবে ততদিন পর্যন্ত বৃটেনও এই চুক্তির বাধ্যবাধকতা পালন স্থগিত রাখবে। ’
১৯৯০ সালে ন্যাটোভূক্ত ১৬টি দেশ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত ওয়ারস জোটভূক্ত পূর্ব ইউরোপীয় ৬টি দেশের মধ্যে সিএফই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটি কার্যকর হয় ১৯৯২ সালে।
চুক্তিতে উল্লেখিত অঞ্চলে সেনাবাহিনী এবং পাঁচ ধরনের সামরিক সরঞ্জাম মোতায়েন নিয়ন্ত্রণ করা ছিল সিএফই চুক্তির প্রধান শর্ত। চুক্তিতে সামরিক সরঞ্জাম তালিকায় রয়েছে- ট্যাংক, সাঁজোয়া যান, কামান, সামরিক হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান।
সিএফই চুক্তি সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার সময়ে এই অঞ্চলের উত্তেজনা প্রশমনে বিশেষ ভূমিকা রাখে।
কিন্তু পরে এই অঞ্চলের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ব্যাপকভাবে পরিবর্তিত হওয়ায় এই চুক্তির গুরুত্ব কমে যায়। এ কারণে সমসাময়িক প্রেক্ষাপট অনুযায়ী ১৯৯৯ সালে চুক্তিটি পরিমার্জন করা হয়। তবে জর্জিয়ায় রুশ সেনা উপস্থিতির কারণে ন্যাটোর সদস্যরাষ্ট্রগুলো এই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানায়।
পূর্ব ইউরোপীয় সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর দিকে ন্যাটোর ক্রমাগত প্রভাব বিস্তার, ইউরোপজুড়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনা এবং পরিমার্জিত সিএফই চুক্তিকে ন্যাটোভূক্ত রাষ্ট্রগুলো অনুমোদন না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে রাশিয়া ২০০৭ সালে এই চুক্তির বাস্তবায়ন অলিখিতভাবে বন্ধ করে দেয়।
রাশিয়া অবশ্য বার বার বলে আসছে, ন্যাটো পরিমার্জিত সিএফই চুক্তিকে অনুমোদন দিলে তারা আবারো চুক্তি অনুযায়ী সহযোগিতা বাড়াবে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১১