ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বৃটেন থেকে ইরানি কূটনীতিকদের বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, ডিসেম্বর ১, ২০১১
বৃটেন থেকে ইরানি কূটনীতিকদের বহিষ্কার

লন্ডন: তেহরানে ব্রিটিশ দূতাবাসে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সকল ইরানি কূটনীতিককে বহিষ্কার করেছে বৃটেন। এছাড়াও তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাসও বন্ধ ঘোষণা করেছে বৃটেন।


    
ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন অভিযোগের ভিত্তিতে যুক্তরাজ্য ইরানের ওপর নতুন করে অবরোধ জারি করার সিদ্ধান্ত গ্রহণ করে। আর এই সিদ্ধান্তের প্রতিবাদে গত বুধবার ইরানের বিক্ষুব্ধ ছাত্ররা যুক্তরাজ্যের দূতাবাসে হামলা চালায়।

এদিকে ফ্রান্স, জার্মানি এবং নেদারল্যান্ডও ইরান থেকে তাদের কূটনীতিকদের দেশে চলে আসার র্নিদেশ দিয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ইরান সরকারকে অভিযুক্ত করে বলেন, ‘দূতাবাসে হামলার পেছনে ইরান সরকারের হাত ছিল। সরকারই সমর্থন জুগিয়েছে বিক্ষোভকারীদের এই হামলা করতে। ’

তিনি আরও বলেন, ‘যদি কেউ মনে করে তাদের দেশে ‍আমাদের থাকতে দেবে না, তাহলে এটাও তাদের মনে রাখা উচিত যে আমাদের মাটিতেও তাদের কাজ করতে দেওয়া হবে না। ’
 
ইরানি কূটনীতিকদের প্রসঙ্গে হেগ বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সকল ইরানি কূটনীতিককে যুক্তরাজ্য ছেড়ে চলে যেতে হবে এবং লন্ডনে তাদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। ’

হেগের এই বক্তব্য দেওয়ার কয়েক মিনিটের মাথায় ইরানি কূটনীতিকরা দূতাবাস থেকে চলে যাওয়া শুরু করেন।
 
এদিকে দ্য টাইমস-এর সম্পাদকীয়তে বলা হয়, ‘ইরানে যখন যুক্তরাজ্যের কূটনীতিকরা নিরাপদ নয়, তখন ইরান কিভাবে আশা করতে পারে লন্ডনের মাটিতে তাদের কূটনীতিকরা নিরাপদ থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।